খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

বিমানে ৭০ মিনিটে যশোর থেকে কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক 

আকাশ পথের যাত্রীদের অধিক সেবা দেওয়ার লক্ষ্যে যশোর থেকে কক্সবাজারে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ অক্টোবর থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, ভ্রমণ পিপাসুদের জন্য যশোর থেকে কক্সবাজারে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে শনিবার, সোমবার, বুধবার ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। ১ ঘণ্টা ১০ মিনিটে ফ্লাইটটি কক্সবাজার পৌঁছাবে। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যাবে আরেকটি ফ্লাইট।

সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ যশোর থেকে কক্সবাজারে ওয়ান-ওয়ের ন্যূনতম ভাড়া ৬ হাজার ৫০০ টাকা এবং আসা-যাওয়ার ভাড়া ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুব শিগগির ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে কক্সবাজার, সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের আকাশ পথকে শক্তিশালী করতে প্রথমবারের মতো যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম কিংবা কক্সবাজারে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে যা বাংলাদেশের এভিয়েশন খাতের এগিয়ে চলার লক্ষ্যই পূরণ করছে।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ালাইন্সের বিমান বহরে ১৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ ৮-কিউ ৪০০।

যশোর থেকে কক্সবাজার রুটের টিকিট রিজার্ভেশনের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্সি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব বিক্রয় কেন্দ্র অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬, ১৩৬০৫ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!