খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

বিএনপি জনবিচ্ছিন্ন, অপপ্রচার চালাচ্ছে : শেখ হারুন

গে‌জেট ডেস্ক

খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন, যুবলীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে সরকারের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবলীগ রাজপথে থেকে মোকাবেলা করে আসছে। শেখ হাসিনার সম্মানও অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে যুবলীগ সবসময় রাজপথে তৎপর থাকবে প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রাজপথে শেখ হাসিনার মান সম্মান রক্ষা করতে সর্বদা প্রস্তুত যুবলীগ।  বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সাধারণ মানুষের মাঝে অপপ্রচার ছড়াচ্ছে। এটাই এখন বিএনপির একমাত্র হাতিয়ার। বিএনপির এই অপপ্রচার ও ষড়যন্ত্রের রুখতে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ও প্রেসিডিয়াম মেম্বার শেখ সোহেলের তত্ত্বাবধানে যে “তারুণ্যের জয়যাত্রা” মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ।

সোমবার ( ১৭ জুলাই) বিকেল ৫টায় শঙ্খ মার্কেট দলীয় কার্যালয়ে খুলনা জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রাযহান ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন খুলনা এবিএম কামরুজ্জামান, মো. আব্দুল জলিল তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, গৌর পদ বাছাড়, প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ, এফ এম মফিজুল হক, এ্যাড. আশরাফুল আলম রাজু, মো. ইয়াজুল ইসলাম, জিএম মিলন গোলদার ও জিএম মাসুদ। এ সময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ হারুন আর রশিদ, এস এম মুশফিকুর রহমান সাগর, মোঃ হাবিবুল্লাহ বাহার হাবিব, মোঃ তরিকুল ইসলাম সুমন, বিধানচন্দ্র রায়, কবির আহমেদ মনা, মারুফুজ্জামান ড্যানি, তালিউর রহমান সানি, ইঞ্জি. মোঃ নাজমুল ইসলাম, জাকির রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া, আমিনুল ইসলাম শাওন, মো. মনিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান হিরাদ, মোহাম্মদ ইকবাল হোসেন, মো. মিল্টন, সর্দার জসিম উদ্দিন, তাপস জোয়াদ্দার, আব্দুর রাজ্জাক রাজু, জামাল ফকির, বিকাশ হালদার, শামীম আহমেদ তুহিন, বিবেকানন্দ রায়, অরিন্দম গোলদার, মোঃ আমিরুল ইসলাম বাবু, ওয়াসকরোনী বাবু, নাভিদ গজনাভি, নবিরুল ইসলাম রাজা, এ্যাড. এম আলমগীর হোসেন মোড়ল, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোঃ জাহিদুল কবির, আব্দুল হাই বিশ্বাস, টিপু মোল্লা, মেজবাহ উদ্দিন, নাঈম ফারহান, সাফিন হোসেন তুহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সফল করার লক্ষ্যে ১৮ জুলাই বিকাল ৫ টায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং সন্ধ্যা ৭টায় ফুলতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও ১৯ জুলাই সকাল ১০টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে খুলনা জেলা যুবলীগের তত্ত্বাবধানে এবং স্ব-স্ব উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। – খবর বিজ্ঞপ্তির

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!