বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসির আপদকালীন মজুদ কর্মসূচি (বীআমক’র) এক ডিপ্লোমাধারী কর্মকর্তাকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কতিপয় কৃষক। মঙ্গলবার দুপুর ১২টায় যশোরের মণিরামপুর এলাকার চুক্তিবদ্ধ কৃষকরা এ সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মঈন উদ্দিন বিশ্বাস।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিএডিসির যশোর জোনের ৮৫টি স্কিমের ম্যানেজারসহ আটশ’ নয়জন চুক্তিবদ্ধ চাষি ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক পদে শেখ আমিনুল ইসলামকে পদায়নের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন বিভিন্ন দপ্তরে। তাদের দাবি, মণিরামপুরে ডিপ্লোমাধারী কোনো কর্মকর্তা তাদের সুবিধা-অসুবিধা বুঝবেন না। তাই তারা এ পদে একজন উচ্চ ডিগ্রিধারী কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে শেখ আমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বীআমক’র সিনিয়র সহকারী পরিচালক হিসেবে মণিরামপুরে যোগদান করেছেন গত ১৭ ফেব্রুয়ারি। কিন্তু এ পদে পূর্বের কর্মকর্তা এসএম মাহবুব অর রশিদ দায়িত্ব বুঝে দিচ্ছেন না। যার ফলে একই অফিসে দু’জন কর্মকর্তাকে বসতে হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। তিনি দাবি করেন কাজ করার সুযোগই পেলেন না, তাহলে অযোগ্য বলে দাবি করলে হবে কী করে।
খুলনা গেজেট/ টি আই