যশোরে শ্বশুর বাড়িতে জামাই হামলা চালিয়ে শ্বশুরকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ মামলায় জামাইসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপশহর সেক্টর এলাকার সাদিকুর রহমান, সুলতানপুর গ্রামের শেখ আব্দুর রহিম দিপু, এস ব্লক ৭ নম্বর সেক্টরের নাসিম আহম্মেদ, শেখহাটি গ্রামের আব্দুল্লাহ আল নোমান ওরফে সৌরভ, উপশহর এ ব্লকের আল আমিন, ঘোপ জেলরোডের আব্দুল সোলাইমান জীবন ও বারান্দীপাড়া বৌবাজার এলাকার সেতু মুন্সি।
শ্বশুর যশোর সদর উপজেলার শেখহাটি বিশ্বাসপাড়ার হারুন অর রশিদ বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার পক্ষে ছেলে ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় আরাফাত বলেছেন, তার বাবা হারুনের সাথে লিপি বেগমের বিয়ে হয়। তারা এখন এক সাথেই শেখহাটিতে থাকেন। আসামি সাদিকুর রহমান তার সৎ মা লিপি বেগমের জামাই। তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিলো। সেই বিরোধের জেরে গত ২৯ জানুয়ারি রাত ১০টার পর আসামিরা এসে তার বাবার উপর হামলা চালায়। এসময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে হারুনের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। পরে বাড়ি ভাঙচুর করে ১৫ হাজার টাকা লুট করে। সবশেষে হত্যার হুমকি দিয়ে আসামিরা চলে যায়। পরে স্থানীয়রা এসে তার বাবাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা গেজেট/কেডি