খুলনা, বাংলাদেশ | ১৮ পৌষ, ১৪৩১ | ২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান

বাসের চাকায় প্রাণ গেল হেলপারের

নিজস্ব প্রতিবেদক, যশোর 

যশোরে চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশে এ দুঘর্টনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে।

বাস চালক রানা ও সুপারভাইজার লাভলু বলেন, শামীম যশোর-চৌগাছা রুটের লোকাল বাস ইউএ ট্রাভেলসের (যশোর-ব-১১-০২০৫) হেলপার হিসেবে কাজ করতেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে যশোরে যাচ্ছিল বাসটি। পথে চৌগাছা ফিলিং স্টেশনের সামনের হেলপার শামীম হোসেন নামতে গিয়ে পা-পিছলে পড়ে যায়। এসময় বাসের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার পরই চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটি হেফাজতে নেয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!