বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান মুন্সি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি রুবেল হোসেনসহ তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পেসার রুবেলের বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে ভীড় জমিয়েছেন আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা। আসরবাদ শহরের রুপা চৌধুরী পৌর পার্কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুবেলের বড় ভাই কবির হোসেন।
তিনি বলেন, এক বছর আগে বাবা স্ট্রোক করেছিল। তারপরে কিছুটা সুস্থ হয়েছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সকালে নিজ বাড়িতে বাবা মারা যায়।
এদিকে সকাল ১০ টা পাঁচ মিনিটে নিজের ভেরি ফাইড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে নিজের বাবার মৃত্যুর কথা জানান পেসার রুবেল হোসেন। পোস্টে তিনি লেখেন, “আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া করবেন”।
খুলনা গেজেট/এনএম