শীত বাড়ছে। তেরখাদা উপজেলার মার্কেটগুলোতে শীতের কাপড় বিক্রির ধুম পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত পছন্দের শীতের পোশাক কেনার জন্য ক্রেতারা ভিড় করছেন বিপণিবিতানগুলোতে। গত ২/৩ শীত পড়ায় মৌসুমের শুরুতেই বিভিন্ন গ্রাম থেকে ক্রেতা আসতে শুরু করায় ভিড় হচ্ছে মার্কেটগুলোতে।
মার্কেটে গিয়ে দেখা যায়, ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে নানা রকম বাহারি গরম পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।ব্যবসায়ীরা জানান,শীতবস্ত্রের চাহিদা বাড়ায় তারা বিভিন্ন ডিজাইনের শীতের পোশাকের গাঁইট নিয়ে আসছেন।
উপজেলা সদরের কাটেঙ্গা বাজার ও তেরখাদা সুপার মাকের্টে গিয়ে দেখা যায়,অনেকেই কিনছেন শীতের পোশাক। শীতের পোশাক কিনতে আসা ওবায়দুল্লাহ শেখের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘বাচ্চাদের শীতের কাপড় আগে যেটা ৩০০ থেকে ৪০০ টাকায় কেনা যেত এখন সেটা কিনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা দিয়ে।’
কাটেঙ্গা বাজারের মার্কেটে সব বয়সের মানুষের জন্য জ্যাকেট, কোট, চাদর, কম্বলসহ সব ধরনের গরম কাপড় পাওয়া যাচ্ছে। বেছে বেছে নিজেদের পছন্দমতো কাপড় কেনার জন্য শীত মৌসুমে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে এসে গরম কাপড় কিনছেন।
তেরখাদা সুপার মার্কেটে কাপড় কিনতে আসা মোস্তাফিজুর বলেন, ‘‘শীত বাড়ছে। এখন আর শীতের পোশাক না কিনে উপায় নেই।’’
কাটেঙ্গা বাজারের শীতের পোশাক বিক্রেতা জুয়েল মোল্লা, কামাল শেখ, কিংকর সাহা বলেন, ‘‘শীতের পোষাক বিক্রি শুরু হয়েছে। সব ধরনের পোশাকের চাহিদা আছে। সামনের দিনগুলোতে আরও বিক্রি বাড়বে। শীত বেশি পড়লে আরও বেশি বিক্রি হবে।’’
খুলনা গেজেট/এইচ