খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
  হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি
  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ

বাঘারপাড়ার ভাংগুড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলার ভাংগুড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের মিলন মার্কেটের স্বপ্না ট্রেডার্স পুড়ে ছাই হয়েছে। আগুনে দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে এলাকাবাসী ও ব্যবসায়ী দাবি করেছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মার্কেটের স্বপ্না ট্রেডার্সে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

যশোর-নড়াইল সড়কের পাশে হওয়ায় চলাচলরত পণ্যবাহী ট্রাক চালকদের চিৎকার ও হুইসেলের শব্দে ঘুম থেকে জেগে ওঠে আশেপাশের মানুষ। এসময় তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, কিন্তু ততক্ষণে স্বপ্না ট্রেডার্সের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ দোকানে সিমেন্ট, ডিজেল, পেট্রোল, সার ও কীটনাশক বিক্রি করা হতো। আগুনে এসব মালামাল পুড়ে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাঘারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আয়ুব হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে বাঘারপাড়া ও নড়াইলের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে কর্মকর্তারা ধারণা করেছেন।

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন জানান, অগ্নিকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে মামলায় বলা হয়েছে। এ কারণে বিষয়টি খতিয়ে দেখছে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে বলে ওসি জানান। বাজারে গত রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!