খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিলো তুরস্ক

বাগেরহাটে দিনব্যাপী তারুণ্যের মেলা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে “আমিও জিততে চাই ইয়ুথ ফেয়ার” নামে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশন চত্বরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম আয়োজনে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন পন্য ও সেবা নিয়ে ৮টি ষ্টল অংশগ্রহন করেন।

দিনব্যাপি আয়োজনের মধ্যে বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে ৭টি কলেজের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ নাটিক, কুইজ প্রতিযোগিতা, ভিডিওগ্রাফি প্রতিযোগিতাসহ নানা আয়োজন ছিল। এসব আয়োজনে শতাধিক যুবক-যুবতীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

পরে বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।

এছাড়াও দিনব্যাপি এই আয়োজনে, বাগেরহাট জেলা মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট শরিফা খানম, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাজরা শহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, বাগেরহাটের মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের আহ্বায়ক রিজিয়া পারভিনন, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে রেজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রেজিওনাল কো-অরডিনেটর মো. ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়া প্রমুখ।

“আমিও জিততে চাই ইয়ুথ ফেয়ার” এ অংশগ্রহণকারী বাগেরহাটের একাধিক তরুণ বলেন,বর্তমানে দেশে চাকুরীর সুযোগ খুবই কম। উদ্যোক্তা হতে গেলে জটিল প্রতিবন্ধকতা রয়েছে। তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহজ ঋণসুবিধা করলে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমবে। এছাড়া সরকারের স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানের উন্নতি, নাগরিকদের নিরাপত্তাকে প্রাধান্য দেয়া, নিরাপদ পানি সরবরাহ, অবহেলিত ও সুবিধা-বঞ্চিতদের জন্য উন্নত সেবা, নারীবান্ধব পাবলিক টয়লেট, যৌন হয়রানি বন্ধ, কর্তৃপক্ষের স্বচছ্বতা ও জবাবদিহিতা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, মশা নিধনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান তরুণরা।

খুলনা গেজেট/ এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!