ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আগস্টে শুরু হওয়া ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ১৭ ও ২০ আগস্ট হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ। শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে ২৩ আগস্ট।
এরপর চট্টগ্রামে দুই দল ২৬ আগস্ট টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে যথাক্রমে ২৯ ও ৩১ আগস্ট। ওই সিরিজ খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। ১ সেপ্টেম্বর সিরিজ শেষ করে দেশে ফিরবেন দলটির ক্রিকেটাররা।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে বলেন, ‘সিরিজটি খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে আশা করছি। ঘরের মাঠে এটি আমাদের অধীর আগ্রহের একটি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত তিন ফরম্যাটে একটি বেঞ্চমার্ক নির্ধারণ করে দিয়েছে। আশা করছি, দুই দেশের ভক্তরা সিরিজটি উপভোগ করবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ খেলেছে। এই সিরিজেও দুর্দান্ত লড়াই হবে এবং উপভোগ্য হবে বলে আমি আত্মবিশ্বাসী।’
বাংলাদেশ এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট খেলে দুটিতেই বড় ব্যবধানে হারে। এরপর অক্টোবরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেও হোয়াইটওয়াশ হয়। ওই তিন ম্যাচেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। তবে ২০২২ সালের ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। প্রথম দুই ম্যাচে জিতে বাংলাদেশ ৩-১ ব্যবধানে সিরিজ ঘরে তোলে।
ভারত সিরিজের আগে বাংলাদেশের সামনে আছে তিনটি সিরিজ। ২০ এপ্রিল ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে’তে যাবে পাকিস্তানে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-২০ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সিরিজটি পাঁচ ম্যাচের টি-২০তে পরিবর্তন হয়ে যেতে পারে।
এরপর জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশের। ওই সিরিজে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলার কথা বাংলাদেশের। ব্যাটে-বলে মিলে গেলে ভারত সিরিজের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টি-২০ সিরিজ আয়োজন করা হতে পারে। যেটি আগস্টের শুরুর দিকে আয়োজনের চেষ্টা করছে বিসিবি।
খুলনা গেজেট/জেএম