খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

যুব মহিলা লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ব্যাপক উৎসব উদ্দীপনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব মহিলা লীগ জেলা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বাংলাদেশ যুব মহিলা লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফারহা দিবা খান সাথী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিহা হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য প্রখ্যাত নারী নেত্রী নাজমা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসরাত জাহান নাছরিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খানম রিমি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, শারমীন সুলতানা শরমী, নাসরিন সুলতানা ঝরা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, সহ দপ্তর সম্পাদক পারভিন খানম মিশু, নির্বাহী সদস্য মির্জা রাফিয়া, লাবনী চৌধুরী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল বলেই বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করিয়েছেন জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশে বহু মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মাসেতু, কর্ণফূলি টানেল, বঙ্গবন্ধু স্যাটালাইটসহ দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা মহিলাদের অনেক সম্মানিত করেছেন। তাদেরকে দেশের বিভিন্ন সেক্টরে বড় বড় পদে অধিষ্ঠিত করেছেন। দেশ ও জাতির উন্নয়নে বাংলাদেশে বারবার দরকার শেখ হাসিনা সরকার। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান এমপি রবি।

সম্মেলনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য প্রখ্যাত নারী নেত্রী নাজমা আক্তারের সভাপতিত্বে শুরু হয়। এসময় তিনি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সম্ভাব্য সময়ে জেলা কমিটি ঘোষণা করার কথা ঘোষণা করেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দরাসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!