পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ (৩ জুলাই) বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। এরপর খুলনায় আসবেন তারা। খুলনা আবু নাসের স্টেডিয়ামে উভয় দলের অনুশীলন শুরু হবে আগামীকাল (৪ জুলাই)।
প্রথম তিন ওয়ানডে হবে খুলনাতে, আর শেষ দুই ম্যাচের ভেন্যু রাজশাহী। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯ টা থেকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সিরিজের সময়সূচি অনুযায়ী, ৪ ও ৫ জুলাই খুলনা আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন। ৬ জুলাই খুলনায় সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯ টা থেকে।
আজ ৩ জুলাই দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল ঢাকায় এসে পৌঁছাবে। এরপর উড়াল দেবে খুলনার উদ্দেশ্যে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ ও ৫ জুলাই দুই দিন অনুশীলন করবে উভয় দল। খুলনায় প্রথম ওয়ানডেতে ৬ জুলাই মাঠে নামবে দুই দল। এরপর ৮ ও ১০ জুলাই অনুশীলন এবং ৯ ও ১১ জুলাই একই মাঠে পরের দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
আর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে প্রোটিয়া যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।
দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরসূচি-
৬ জুলাই, প্রথম ওয়ানডে, খুলনা, সকাল ৯ টা
৯ জুলাই, দ্বিতীয় ওয়ানডে, খুলনা, সকাল ৯ টা
১১ জুলাই, তৃতীয় ওয়ানডে, খুলনা, সকাল ৯ টা
১৪ জুলাই, চতুর্থ ওয়ানডে, রাজশাহী, সকাল ৯ টা
১৭ জুলাই, পঞ্চম ওয়ানডে, রাজশাহী, সকাল ৯ টা।
খুলনা গেজেট/এমএম