খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

বাঁচতে চায় বয়রা মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী অনুশিখা

অভয়নগর প্রতিনিধি

খুলনা বয়রা মহিলা কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী অনুশিখা। পিতা পল্লী চিকিৎসক শ্যামল কান্তি ভন্জ।বাড়ি যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়ায়। মামা বাড়ি অভয়নগরের বাঘুটিয়ায়। মামা বিমল মিত্র বাঘুটিয়ার পুজা পরিষদের নেতা। অনুশিখা বিরল এক রোগে আক্রান্ত। রোগের নাম acute intermitient perphoyra। বিশ্বে এ রোগে মাত্র ১৬ জন আক্রান্ত হয়েছে বলে বিশেষজ্ঞ চিকিৎসকগন জানান।

বাংলাদেশ তথা এশিয়াতেও এই রোগের কোনো চিকিৎসা নেই। অনুশিখা এখন ভারতের হায়াদ্রাবাদের এ আইজি হাসপাতালে ভেন্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পান্জা লড়ছে। এ পর্যন্ত চিকিৎসায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। তাকে বাঁচাতে হলে ফ্রান্স থেকে ৫ টি ইনজেকশন আনতে হবে বলে চিকিৎসকগন পরামর্শ দিয়েছেন। যার প্রতিটির মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। অনুশিখার পিতা তার সর্বস্ব বিক্রি করে এবং মানুষের সহযোগিতা নিয়ে এপর্যন্ত চিকিৎসা ব্যয় চালিয়ে আসছে। এখনও চিকিৎসা করাতে প্রায় ২৫/৩০ লক্ষ টাকা প্রয়োজন। অনেক কষ্টে টাকা জোগাড় করে অনুশিখাকে ১ টি ইনজেকশন দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হচ্ছে।

এই বিরল রোগটি সারা পৃথিবীতে মাত্র ১৬ জন রোগী সনাক্ত হয়েছে। এ আই জি হাসপাতালে ২য় রোগী অনুশিখা। ১ম রোগীটি সম্পুর্ন ভাবে সুস্থ হয়েছে এবং ভালো আছে। তার চিকিৎসার খরচের যোগান দিতে গিয়ে তার পরিবার এখন নিঃস্ব। তার চিকিৎসার জন্য কমপক্ষে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা প্রয়োজন। এমতাবস্থায় সকলের সহায়তা না পেলে মৃতবস্থায় অনুশিখাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

অনুশিখার বাবা, মা ও মামা অভয়নগরের বাঘুটিয়ার বিমল মিত্র প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, রাজনৈতিক ব্যক্তিত্ব,দেশি – বিদেশি সংস্থা,দানশীল ব্যক্তিসহ সর্বশ্রেণির মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। রোগীর সর্বশেষ অবস্থা জানতে এবং যেকোনো আর্থিক সহযোগিতা পাঠাতে নিম্ন লিখিত ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হইল। বড় ভাই (০১৯৭৯-২১৫৯৭৫), সীমা রাণী মিত্র,ডাচ বাংলা ব্যাংক হিসাব নং – ৭০১৭৩২০৮০২৭৭১), বিমল কৃষ্ঞ মিত্র (০১৯২৪৮০৯৯০১) হিসাব নং- IFIC ব্যংক -0200151959811

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!