যশোর জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বর্তমান সরকার একটি অবৈধ সরকার। এ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগের নীল নকশার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে না। তাই যে কোনোভাবে সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে আন্দোলন গড়ে তুলতে হবে। গণতন্ত্র উদ্ধারে রাজপথের আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।
শনিবার (১২ মার্চ) দুপুরে স্থানীয় বেনাপোল বাজারে রহমান চেম্বার অডিটরিয়ামে বেনাপোল বিএনপির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল পৌর বিএনপির এই সভায় আয়োজন করে।
বেনাপোল পৌর বিএনপির নবগঠিত আহবায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়েদ সাবেরুল হক সাবু , যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মো. মফিকুল হাসান তৃপ্তি, বিএনপি নেতা নুরুজ্জামান লিটন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধু, যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, বিএনপি নেতা মাসুদুর রহমান মিলন, আশরাফুল আলম বাবু, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, আতিকুজ্জামান সনি, আবু তাহের ভারত, নাসিমুল হক বল্টু, মো: হাফিজুর রহমান প্রমূখ।