খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ববি শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবি’তে মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রাতের আধারে ঘুমন্ত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভবিষ্যৎ জাতির কর্ণধার। একটা জাতিকে পিছিয়ে দিতে, একটা জাতিকে বিলীন করে দিতে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে তা আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দেখেছি। মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার সময় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। যেটা ২৫ মার্চের কালো রাতে ঘটেছিল তার পুনরাবৃত্তি ঘটেছে রুপাতলি বাস স্ট্যান্ডে। সেই বাস স্ট্যান্ডে যারা সন্ত্রাসী ছিল তাদের আমরা ধিক্কার জানাচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা সর্বপ্রথম যে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং যারা এই হামলার সাথে জড়িত ও শিক্ষার্থীদের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দেশের ভবিষ্যত কাণ্ডারিদের ওপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের মেসে ঢুকে তাদের উপর সশস্ত্র হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। রাত দেড়টার দিকে বরিশাল রুপাতলী হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়। এ হামলায় বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!