সুন্দরবন পশ্চিম বন বিভাগের অভিযানে সুন্দরবনের কালে অবৈধভাবে বিষ দিয়ে ধরা ১ শত ৭০ কেজি চিংড়ি মাছ সহ ৩ টি নৌকা আটক করেছে।
সোমবার ৪ জুলাই দিবাগত রাত ২ টার দিকে কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ শাকবাড়িয়া টহল ফাঁড়ির বনরক্ষীদের অভিযান চলা কালে দুষ্কৃতিরা টের পেয়ে ১ শ ৭০ কেজি চিংড়ি মাছ সহ ১ টি নৌকা রেখে পালিয়ে যায়। এবং বজবজা টহল ফাঁড়ির বনরক্ষীদের অভিযানে ১ টি নৌকা নিষিদ্ধ ভেশাল জাল, বরফ, অবৈধ ক্ষতিকর কীটনাশক আটক করে। রাত ১ টায় খাশিটানা টহল ফঁড়ির অভিযানে অবৈধ ভারতীয় বিষ সহ ১ টি নৌকা বরফ সহ অন্যান্য মালামালা আটক করে।
কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, সুন্দরবনের সব ধরনের বনজ সম্পদ আহরণ ও পর্যটক তিন মাস বন্ধ রয়েছে। তদুপরি দুষ্কৃতিকারীরা সুযোগ পেলেই বনে প্রবেশ করে বনজ সম্পদ অবৈধভাবে আহরণের চেষ্টা করেন। এগুলো প্রতিহত করতে সুন্দরবনে নিয়মিত টহল কার্যক্রম চলমান রাখা হয়েছে। গেল জুনে রেঞ্জ ভিত্তিক অবৈধ উদ্ধার করা বনজ সম্পদ, আটকদের নামে মামলা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৯ টি মামলার বিপরীতে ৪৭ জন আসামির নামে মামলা করা হয়েছে।
খুলনা গেজেট / আ হ আ