খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

‘বন্ধন’ ট্রেন থেকে বিদেশী মদসহ ভারতীয় পণ্য জব্দ

শার্শা প্রতিনিধি

বেনাপোলের রেল ষ্টেশনে কলকাতা খুলনাগামী ”বন্ধন এক্সপ্রেসে” অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পন্য জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা।

আজ বহষ্পতিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল রেল ষ্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা টাক্স ফোর্সের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল।

বেনাপোল কাষ্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ বলেন , গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা কলকাতা খুলনাগামী “বন্ধন এক্সপ্রেসে” চলাচল করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আজ সকালে আমরা বেনাপোল রেল স্টেশনে অভিযান পরিচালনা করে ১৩ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমান কাপড় ও কসমেটিকস জাতীয় পন্য জব্দ করা হয়। যার মুল্য ৫ লক্ষাধিক টাকা বলে তিনি জানান।

এসময় জেলা টাক্স ফোর্সের সদস্যরা আমাদের এ অভিযানে সহযোগিতা করেন। সকলের সহযোগিতা পেলে “বন্ধন এক্সপ্রেসে” চোরাচালান বন্ধ করা এবং সাধারণ যাত্রী চলাচলের উপযোগী করা সম্ভব হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!