খুলনায় জামিল মৃধা নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া স্লুইচগেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সরসপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাক মৃধার ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো: শাহাজালাল। তিনি বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ হোগলাবুনিয়া স্লুইচগেটের ভেতর ঢুকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ । এরপর ভাটার সময় পানির টান উল্টা দিকে থাকায় বিকেলে স্লুইচগেট থেকে লাশটি বের হয়ে আসে। পরে বিভিন্ন থানায় যোগাযোগ করে লাশের খবর দেওয়া হলে মৃতের ছেলে এসে জামিল মৃধার লাশটি শনাক্ত করে। লাশের সুরাতহাল রির্পোট তৈরি করে খুমেক হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে তিনি আরও জানান। তবে এ ঘটনাটি নৌ পুলিশ তদন্ত করছেন।
নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: আব্দুল মুন্নাফ মৃতের ছেলে শফিকুল ইসলামের বরাত দিয়ে বলেন, জামিল মৃধা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার খোঁজ কোথাও পাওয়া যায়নি। আজ লাশ উদ্ধারের পর বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হলে তিনি এসে লাশটি শনাক্ত করেন। লাশের শরীরের বিভিন্নস্থানে পচন ধরেছে। সুইচগেট থেকে বের হওয়ার পর হাটু ও অন্যান্য স্থানে ক্ষত হয়। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার নং ১৮।
খুলনা গেজেট/ আ হ আ