বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) বিকালে বিদ্যালয়ের বেগম মন্নুজান সুফিয়ান মাল্টিমিডিয়া ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কাউট গ্রুপের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। ওন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন। অতিথি হিসেবে বক্তৃতা করেন খালিশপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাশার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার মোঃ আবু হান্নান, আঞ্চলিক সম্পাদক ডিএনসি মোঃ আবুল খায়ের, খুলনা অঞ্চলের সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু, মোঃ মনোয়ার হোসেন, মোঃ আখতারুজ্জান, লতিফ উদ্দিন আহমেদ, মোল্লা আব্দুল খালেক, মোঃ মাহবুবুর রহমান, ফরহাদ হোসেন, মোঃ আমীরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, কিশোর কুমার বকশি, মোঃ শহিদুল ইসলাম, শেখ জাহিদুজ্জামান, তরিকুল ইসলাম, শাহিদুল হক, মোঃ ইউনূস আলী, মোঃ আনিসুর রহমান, শহিদুল হক জোয়ার্দ্দার, শহীদুল ইসলাম, মোঃ আব্দুল হালীম, মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল গফফর, কওসার আলী, মো: শাওন, সুব্রত কুমার, লুৎফর রহমান, পার্থ প্রতীম দাশ, প্রীতিশ রায় কুমার প্রমুখ। ওন অনুষ্ঠান শেষে আলোচকরা মাহে রমজানের তাৎপর্য এবং স্কাউট প্রতিজ্ঞা ও আইনের সঙ্গে বিভিন্ন মণীষীদের জীবনের মিল স্কাউটদের সামনে তুলে ধরেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মুহা: আব্দুর রহিম।