খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু
  বন্ধের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আজ জরুরী সিন্ডিকেট সভা আহ্বান

বঙ্গবন্ধু স্টেডিয়াম বন্ধ করে দিতে পারে ফিফা-এএফসি!

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলের আন্তর্জাতিক ভেন্যু বলতে সবেধন নীলমনি হিসেবে আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম! সারা বছরই এই প্রাচীন স্টেডিয়ামটি নানান খেলা ও কার্যক্রমে ব্যস্ত থাকে। আন্তর্জাতিক ফুটবলের জন্য প্রয়োজন এমন আধুনিক মানসম্মত অনেক সুবিধাই এখানে নেই। স্টেডিয়ামের পরিবেশও খেলার জন্য উপযুক্ত নয়।

বাংলাদেশ-নেপাল ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে রবিবার সংবাদ সম্মেলনে এই স্টেডিয়াম হারানোর শঙ্কা ব্যক্ত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এক প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেছেন, ‘যেখানে খেলছি (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) তা যখন-তখন ফিফা এএফসি বন্ধ করে দিতে পারে। এখন সম্পর্কের কারণে আমাদের খেলতে দিচ্ছে। তবে এই বিপদটা রয়েই গেছে।’

বাফুফে সভাপতির বক্তব্যের সূত্র ধরে উল্লেখ করা যায় ২০১১ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের কথা। ওই ম্যাচের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ভেন্যু করার জন্য ফিফা-এএফসি এবং আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে অনেক দেন-দরবার করতে হয় বাফুফেকে। ফিফা-এএফসির প্রয়োজনের তালিকায় ছিল একগাদা ‘নাই’। ম্যারাডোনা-মেসিদের ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ’কে খুব সহজেই রাজি করানো যায়নি।

এখন তাহলে কী হবে? সালাউদ্দিন চান ফুটবলের জন্য নিবেদিত একটি স্বতন্ত্র আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম। যেখানে থাকবে ফিফা-এএফসি নির্দেশিত সুযোগ-সুবিধা (কমপ্লায়েন্স)। সালাউদ্দিন বলেছেন,‘আমি আমার কমিটি নিয়ে যাবো প্রধানমন্ত্রীর কাছে। ফিফা কমপ্লায়েন্স একটা স্টেডিয়াম চাইবো। এটা নিয়ে ইতিমধ্যে নিয়ে কয়েক জায়গায় কথা বলেছি। অফিসিয়ালি আমরা শিগগিরই পদক্ষেপ নেবো।’

খুলনা গেজেট/এএফসি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!