খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব ও মহেশ্বরপাশা ক্লাব।
সোমবার (২৫ জুলাই) দুপুর আড়াইটায় জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান স্পোটিং ক্লাব বনাম বলাকা স্পোটিং ক্লাব। খেলায় মোহামেডান স্পোটিং ক্লাব ৩-১ গোলে বলাকা স্পোটিং ক্লাবকে পরাজিত করে। খেলার শুরুর প্রথম মিনিটে কিছু বুঝে ওঠার আগেই গোল করে বসে মোহমেডান। দর্শকদের বুঝতে বাকি থাকে না মোহমেডানের শক্তি কত। দুর্দান্ত এক পাস থেকে দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় সৌরভ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। এগিয়ে থেকে একর পর এক আক্রমনে দিশেহারা করে ফেলে বলাকাকে। প্রথম মিনিটে গোল খেয়ে নিজের গুছিয়ে নেয়ার আগে আবারও পিছিয়ে পড়ে বলাকা। খেলার ৪ মিনিটের মাথায় দলের পক্ষে দ্বিতীয় গোল করেন ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় পুষ্পক (২-০)। ১২ মিনিটে আবারও নিজেদের শক্তিমত্তার পরিচয় দেয় মোহামেডান। দলের পক্ষে তৃতীয় গোল করেন ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াদ (৩-০)। ৩ গোলে পিছিয়ে থেকে বিরতীতে যায় বলাকা।
বিরতী থেকে ফিরে ব্যবধান কমানোর চেষ্টা করে ব্যর্থ হয় বলাকা। মোহামেডান তাদের পরিছন্ন খেলা শুরু করে। দ্বিতীয়ার্ধে মোহামেডান কোন গোল করতে না পারলেও পুরা সময় ধরে বল ছিল তাদের দখলে। মাঝে মধ্যে গোল পরিশোধের চেষ্টা করে ৫৮ মিনিটের সময় সফল হয় বলাকা। এসময় চমৎকার গোলটি করেন সাতানু। রেফারীর শেষ বাঁশিতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোটিং ক্লাব। এ খেলাটি পরিচালনা করে রেফারী কামাল হোসেন, পারভেজ আলম, গোলাম রসুল ও তৌহিদ শেখ। ম্যাচ কমিশনার ছিলেন শহিদুল ইসলাম লালু।
দ্বিতীয় খেলায় বিকেল সাড়ে ৪টায় প্রতিদ্বন্দ্বীতা করে ব্রাদার্স ইউনিয়ন ও মহেশ্বরপাশা ক্লাব। এ ম্যাচে মহেশ্বরপাশা ক্লাব ৩-১ গোলে পরাজিত করেছে ব্রাদার্স ইউনিয়নকে। শুরুতেই উভয় দল আক্রমনে যায়। খেলা দেখে মনে হয় দল দুটি’র শক্তি সমানে সমান। প্রথামার্ধে সে শক্তি বজায় থাকে। খেলার ২৪ মিনিটের সময় মহেশ্বরপাশা ক্লাবের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় মিরাজ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পিছিয়ে পড়ে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রার্দাস। ৩৫ মিনিটের সময় দলের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় রহমান গোল করে খেলায় সমতা আনে (১-১)। সমতা নিয়ে উভয় দল বিরতীতে যায়। বিরতী থেকে ফিরে আবারও এগিয়ে যাওয়ার লড়াই শুরু করে উভয় দল। তবে এ লড়াইয়ে পরাজিত হয় ব্রাদার্স।
৪৭ মিনিটের সময় মহেশ্বরপাশার ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় মিনা গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (২-১)। সমতায় ফেরার চেষ্টা করে ব্রাদার্স ব্যর্থ হয়। ৬৫ মিনিটের সময় দলের পক্ষে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন মিরাজ (৩-১)। পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন। এ খেলাটি পরিচালনা করে রেফারী নাজমুল ইসলাম, আজিবর রহমান, আকিব জাভেদ ও অপুর্ব মল্লিক। ম্যাচ কমিশনার ছিলেন এ মনসুর আজাদ। খেলা দু’টির ধারাভাষ্য ছিলেন এডভোকেট এম এম সাজ্জাদ আলী ও এডভোকেট প্রজেশ রায়।
মাঠে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জোম রশিদী দোজা,
জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য ও লীগ কমিটির সম্পাদক সুজন আহমেদ, এ মনসুর আজাদ, মনিরুজ্জামান মহসীন।
২৬ জুলাই মঙ্গলবার জেলা স্টেডিয়ামে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে এসবিআলী ফুটবল একাডেমি বনাম সাবেক খেলোয়াড় সংঘ। বিকেল সোয়া ৪টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করবে খুলনা আবাহনী ক্রীড়া চক্র ও টাউন ক্লাব।
খুলনা গেজেট / আ হ আ