খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না : সালাম মূর্শেদী (ভিডিও)

দিঘলিয়া প্রতিনিধি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহামানবের জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আর বাংলাদেশে না হলে আমি সালাম মূর্শেদী এমপি হতে পারতাম না। সংগঠক হতে পারতাম না। বিজেএমসির সভাপতি হতে পারতাম না। তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মহান বিজয়ের নায়ক। মুক্তিযুদ্ধকে উৎসাহিত করে এগিয়ে নিয়ে গেছেন তিনি বঙ্গবন্ধু ছাড়া আর কেউ নন। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা যেন সোনার বাংলা গড়তে পারি আজ তাঁর ১০১ তম জন্মবার্ষিকীতে আমাদের সেই প্রত্যয় হোক। ১৯৭১ সালে যে পাকিস্তান আমাদের ধ্বংস করতে চেয়েছিলো আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ সর্বদিক থেকে পাকিস্তানের উপরে অবস্থান করছে।

 

সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আজ দুপুরে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা এম এ রিয়াজ কচি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল  ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা হালিম, সামছুন্নাহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আলী রেজা বাচা, সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মোতালেব হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডু, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক একরামুল হোসেন লিপু, সদ্য বিদায়ী সভাপতি মোঃ ফোরকান আহন্মেদ রনি, সাধারণ সম্পাদক শেখ রিয়াজউদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মোঃ নাসিরুদ্দিন, মোঃ সাজ্জাদ হোসেন, নাহিদ জুম্মান জেড, সাবেক ছাত্রলীগনেতা শেখ রবিউল ইসলাম রাজিব শেখ আল আমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত।

পর্যাক্রমে একই মঞ্চে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ  সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের  সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেনসহ উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সদস্য কেএম আসাদুজ্জামান,  উপজেলা যুবলীগের সভাপতি শেখ মবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক  মোঃ রিয়াজুল ইসলাম, যুবলীগ নেতা শেখ আনিচুর রহমান, মোড়ল হাসান মাহামুদ রাকিব, শেখ আমজাদ হোসেন, মোঃ হাবিবুর রহমান তারেক, গাজী দুর্জয়, শেখ রাজিব,  সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, খান তৌহিদুর রহমান রনি, মোঃ সাইদুর রহমান প্রমুখ।

সকালে উপজেলা প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন  পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীতে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম,  থানা অফিসার ইন চার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না প্রমুখ।

বিকেলে তিনি সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল ও সেনহাটী বাজারের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!