জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) খুলনা।
এরই অংশ হিসেবে শুক্রবার (১৮ মার্চ) বেলা ১১ টার দিকে র্যাব -৬ এর পরিচালক লে: কর্ণেল মুহাম্মদ মোশতাক আহমদ নগরীর লবনচরা শিপইয়ার্ড বুখারীয়া পাড়া দারুল ফালাহ হিফজুল কুরআন ও তা’লীমুল কুরআন মাদ্রাসার ৪৬ জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন, স্পেশাল কোম্পানী কমান্ডার লে: কমান্ডার এম সারোয়ার হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো: বজলুর রশীদ।
র্যাব -৬ এর পরিচালক বলেন, প্রতিবছর আমরা জাতির পিতার জন্ম দিনে এতিম ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করি।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও: নজমুল হাসান বলেন, গত বছরও র্যাবের পক্ষ থেকে এখানকার এতিমদের খাবার দেওয়া হয়েছিল। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মাদ্রাসায় ৪৬ জন শিক্ষার্থী রয়েছে। তারা সকলে এ খাবার গ্রহণ করেছে। পরে জাতির পিতার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
খুলনা গেজেট/ এস আই