খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের জন্য কাজ যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সুখে দুঃখে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। জনগণকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) ১১টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নগরীর দৌলতপুর থানার ৩ ও ৪নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যাচাই বাছাই সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি এসময় আরো বলেন, নির্বাচনে আমাদের ওয়াদা ছিল মাদক নির্মূল করার। তাই মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তাদেরকে কোন ভাবেই দলে জায়গা দেয়া যাবে না। সেই সাথে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নতুনদের নেতৃত্বে আনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাঁজা, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, নির্বাহী সদস্য ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, নির্বাহী সদস্য ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য মনিরুজ্জামান খান খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ সহ আরো অনেকে।
আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ০৫ ও ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/ এস আই