ফুলতলা থানা এলাকা থেকে ২২ লাখ টাকার সয়াবিন তেলসহ চুরি হওয়া ট্রাক দু’সপ্তাহ পর টাঙ্গাইল থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনায় জড়িত কাউকে আটক এবং চুরি যাওয়া তেল উদ্ধার হয়নি।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ দিবাগত রাতে ফুলতলা থানা সংলগ্ন তেল পাম্পের পাশ থেকে ২২ লাখ টাকা মূল্যের ৭৫ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক (ঢাকা মেট্ট্রো-ট-১৩-৬২৪৫) উধাও হয়ে যায়। এ ব্যাপারে তেল ও ট্রাক মালিক ফুলতলা বাজারের ব্যবসায়ী সুমান্ত কুন্ডু বাদি হয়ে থানায় মামলা (-৭) দায়ের করেন।
এদিকে সোমবার টাঙ্গাইলের মির্জাপুর বাজারের পাশে সড়কের ওপর পরিত্যাক্ত অবস্থায় ওই ট্রাকটি দেখতে পেয়ে মির্জাপুর থানা পুলিশ ট্রাকটি উদ্ধার এবং ফুলতলা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ট্রাকটি ফুলতলা থানায় নিয়ে আসে। তবে ঘটনায় জড়িত কাউকে আটক এবং চুরি যাওয়া তেল উদ্ধার হয়নি।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস তালুকদার বলেন, পুলিশের তৎপরতায় ট্রাকটি উদ্ধার হয়েছে। চুরি যাওয়া তেল উদ্ধার এবং ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/কেডি