ফুলতলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে বেজেরডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৩লিটার চোলাই মদসহ আটরা এলাকার মোশারফ হোসেনের পুত্র তৌফিকুজ্জামান (২৮), একই এলাকার আব্দুর রশিদ হাওলাদারের পুত্র রায়হান মুজিব (২৮) ও গোপাল চন্দ্র নাথের পুত্র জয় সুন্দর নাথ (২১) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে ফুলতলা থানায় মাদক আইনে মামলা করেন। এছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাবুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তাঁজপুর এলাকার বাচ্চু খন্দকারের স্ত্রী মর্জিনা বেগম, দামোদর এলাকার রফিক হাওলাদারের পুত্র মিরাজুল ইসলাম রুমোন, দামোদর এলাকার শাহাজাহান মোল্যার পুত্র শাহরিয়ার সোহান, আলকা এলাকার আঃ মজিদের পুত্র আতিক হাসান ও দক্ষিণডিহি এলাকার জলিল গাজীর পুত্র হামিদ গাজী। আসামিদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন ফুলতলা থানার ওসি মোঃ ইলিয়াস তালুকদার।