ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার সকাল ১০ টায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মৃত্যু ঘটে।
ওসি মোঃ ইলিয়াস তালুকদার জানান, গত ৩ দিন পূর্বে ফুলতলার উত্তর আলকা এলাকায় অসুস্থ হয়ে পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধাকে আবুল কালামের স্ত্রী শামীমা ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা গেজেট/এনএম