খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ স্কোর সাকিবের

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দেওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্ধারিত সময়ের একদিন পরে হলেও বাদ যাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে তিনি যেটা দেখালেন তাতে চমকই বটে। ফিটনেস টেস্টে সকলের চেয়ে সর্বোচ্চ স্কোর তুলে পাস করেছেন সাকিব।

সোম ও মঙ্গলবার (৯-১০ নভেম্বর) দুইদিন ছিল ফিটনেস টেস্ট দেওয়ার বিসিবির নির্ধারতি সময়। তবে সাকিব আল হাসান ফিটনেস টেস্ট দিয়েছেন বুধবার (১১ নভেম্বর)। কারণ, দীর্ঘ বিরতির পর তিনি কিছুটা সময় নিয়েছিলেন।

বুধবার সকালেই হোম অব ক্রিকেটে আসেন সাকিব। তবে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও ফিটনেস টেস্টে বিশ্ব সেরা এ অলরাউন্ডার নিজের প্রমাণ দিলেন। এক বছরেরও বেশি সময় ক্রিকেটে না থাকলেও ফিটনেস টেস্টে ছাড়িয়ে গেছেন সবাইকে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার যোগ্যতা অর্জনে ফিটনেস টেস্টে ১১ নম্বর বেঁধে দিয়েছিল বিসিবি। সেখানে সাকিবের স্কোর ১৩.৭! যা গত দুইদিন কোনো ক্রিকেটার এ স্কোর তুলতে পারেননি। যেখানে নিয়মিত খেলা ক্রিকেটারদের সর্বোচ্চ স্কোর ১২ মধ্যেই ছিল।

সাকিব দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও নিজের ফিটনেস যে ঠিক রেখেছেন তার প্রমাণ হয়ে গেছে। এছাড়া শ্রীলঙ্কা সফর উপলক্ষে দেশে ফিরে বিকেএসপির ২৫ দিনের অনুশীলন যে তার খুব বেশি কাজে দিয়েছে তার আর বলার অপেক্ষা রাখে না। এখন দীর্ঘ দিন পর ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফেরার অপেক্ষা।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!