খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস

ক্রীড়া প্রতিবেদক

সবার আগে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ১৪তম আসরের প্রথম কোয়ালিফায়ারের এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে।

তবে যারা হেরে যাবে তাদের জন্য আরও একটি সুযোগ থাকছে। সোমবার অনুষ্ঠিতব্য এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জিতলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে আজকের পরাজিত দলের।

সোমবার শারজায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে যেতে পারেন সাকিব অথবা কোহলিরা।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, স্রেয়াশ আইয়ার, সিমরন হিতমায়ার, আক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, টম কুমারন, কাগিসো রাবাদা,আভিষ খান, আনরিচ নর্টজে।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মঈন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ডুয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও জশ হ্যাজলউড।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!