খুলনা, বাংলাদেশ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে
  যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
  বান্দরবানের রুমা থানচি সীমান্তবর্তী এলাকায় দু’টি মরদেহ উদ্ধার
  দেশে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি : আবহাওয়া অধিদপ্তর
  দুই আইনজীবির আদালত অবমাননার শুনানি পিছিয়ে ৩০ জুন : আপিল বিভাগ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন কেএমপির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আগামী ২০ মে  সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা চলাকালীন নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।

আদেশসমূহঃ
(১) পরীক্ষার দিন সকাল ৮ টা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫(পাঁচ) বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না।

(২) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না।

(৩) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রের নাম
১. সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা (৯০০) (মহিলা)
২. সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা (১০০০) (মহিলা)
৩. খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ, খানজাহান আলী রোড, খুলনা (১৬০০) (মহিলা+পুরুষ)
৪. আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা (১৩০০) (মহিলা+পুরুষ)
৫. সরকারী পাইওনিয়ার মহিলা কলেজ, সাউথ সেন্ট্রাল রোড (৯০০)(পুরুষ)
৬. খুলনা জিলা স্কুল, খুলনা (১০০০) (পুরুষ)
৭. খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় (সার্কিট হাউজ ময়দানের দক্ষিণে) (৮৫২) (পুরুষ)
৮. খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, ৮৮ খানজাহান আলী রোড(১০০০) (পুরুষ)
৯. সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়, ২৯ আহসান আহমেদ রোড(১০০০) (পুরুষ)
১০. হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজ, লবনচরা, খুলনা (১১০০) (পুরুষ)
১১. শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজ, লবনচরা, খুলনা (১১০০) (পুরুষ)
১২. সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ, খালিশপুর (১৮০০) (মহিলা)
১৩. বিএন স্কুল এন্ড কলেজ, গোয়ালখালী, খালিশপুর (১৬০০) (মহিলা)
১৪. খুলনা পাবলিক কলেজ, বয়রা (৮০০) (মহিলা)
১৫. খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বয়রা, খালিশপুর (১২০০) (মহিলা)
১৬. খুলনা সরকারি মহিলা কলেজ, বয়রা, খালিশপুর(১৯০০) (মহিলা)
১৭. খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট, খালিশপুর (১০০০) (পুরুষ)
১৮. খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট,খালিশপুর (২০০০) (পুরুষ)
১৯. সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর (১০০০) (মহিলা)
২০. মুহসিন মহিলা মহাবিদ্যালয়, দৌলতপুর (১২০০) (মহিলা)
২১. দৌলতপুর কলেজ(দিবা-নৈশ) , দৌলতপুর,খুলনা (১৫০০) (মহিলা)

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!