নর্দান ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ছাত্র প্রমিজ নাগ আত্মহত্যা প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় তার প্রেমিকা সুরাইয়া ইসলাম মিমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুন ) সকালে নড়াইল জেলার মাসুমদিয়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিম নড়াইল জেলার কালিপুর উপজেলার বাবুপুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদের মেয়ে।
মিমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরসিৎ মন্ডল।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরসিৎ বলেন, প্রমিজ নাগের আত্মহত্যার সংবাদ শুনে মিম নড়াইল পালিয়ে যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে আত্মহত্যার সংবাদ প্রচার হওয়ার পর বাড়ি থেকে মাসুমদিয়া এলাকায় নিকট এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকে সে। ওই ছাত্রের আত্মহত্যার বিষয়টি আলোচনায় আসলে র্যাব ৬ এর একটি দল পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে। একপর্যায়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে র্যাব তাকে মাসুমদিয়া গ্রেপ্তার করে।