খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
জেলায় এক লাখ ৪১ হাজার মানুষকে দেয়া হবে প্রথম ডোজ

প্রধানমন্ত্রীর জন্মদিনে যশোরেও চলছে টিকাদান উৎসব

নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যশোরেও চলছে টিকাদান উৎসব। মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে জেলার আটটি পৌরসভার ৭২টি ওয়ার্ডে এবং আটটি উপজেলার ৯৩ টি ইউনিয়নে এ গণটিকা দেয়া হচ্ছে।

সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানান, এদিন গণটিকা উৎসবে জেলায় এক লাখ ৪১ হাজার মানুষকে করোনারোধী ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে। তালিকাভুক্তরা টিকা কার্ডসহ বাড়ির নিকটবর্তী কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তালিকাভুক্তদের বাইরে কারো এ টিকা গ্রহণের সুযোগ নেই। তবে বয়স্ক, প্রতিবন্ধী ও নারীরা তালিকাভুক্তিতে অগ্রাধিকার পাবেন।

এদিন, যশোর পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া আমতলা মোড়, দুই নম্বর ওয়ার্ডে সম্মিলনী ইনস্টিটিউশন, তিন নম্বর ওয়ার্ডে বিএড কলেজ, চার নম্বর ওয়ার্ডে পুলিশ লাইন টালিখোলা মোড়, পাঁচ নম্বর ওয়ার্ডে পৌর কমিউনিটি সেন্টার, ছয় নম্বর ওয়ার্ডে টাউন হল ময়দান, সাত নম্বর ওয়ার্ডে গোলপাতা জামে মসজিদের সামনে, আট নম্বর ওয়ার্ডে বেজপাড়া শ্রীধর পুকুর পাড় ও নয় নম্বর ওয়ার্ডে নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে মানুষকে গণটিকা দেয়া হচ্ছে। এসব কেন্দ্রগুলো নারী-পুরুষসহ মানুষের ব্যাপক ভিড় রয়েছে। সবাই আগ্রহ সহকারে এসব কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করছেন।

এরআগে উৎসবের প্রথম দফায় গত ৭ আগস্ট সারাদেশে গণটিকা কার্যক্রম পরিচালিত হয়। ওই দিনের গণটিকায় প্রথম ডোজ গ্রহীতাদের পরবর্তীতে ৭ সেপ্টেম্বর ২য় ডোজ দেয়া হয়। এবার গণটিকায় সারাদেশে একদিনে ৮০ লাখ মানুষকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

খুলনা গেজেট / এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!