খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় দুই সবজি বিক্রেতা নিহত
  গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
  চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু
  বন্ধের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আজ জরুরী সিন্ডিকেট সভা আহ্বান

প্রতি আউন্স স্বর্ণের দাম ২০০০ ডলারের পথে

গেজেট ডেস্ক

মূল্যবান ধাতুতে আরও বিনিয়োগের জন্য আর কিছু দিন অপেক্ষা করতে হবে ব্যবসায়ীদের। চলতি বছর শেষেই প্রতি আউন্স স্বর্ণের দাম ২০০০ ডলারের পর্যায়ে পৌঁছবে। আর নতুন বছরের প্রথমার্ধে দামি ধাতুটির দর তা ছাড়িয়ে যাবে। কিটকো নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ২০২৩ সালে স্বর্ণের দামের পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা। তাতে দেখা যাচ্ছে, আউন্সপ্রতি মূল্যবান ধাতুটির দর এখন ২০০০ ডলারের পথেই রয়েছে। ২০২২ সালের শেষেই তা সেই স্তরে পৌঁছে যাবে। আর নতুন বছরের প্রথমার্ধ আসতে আসতে সেটা ছাড়িয়ে যাবে।

সম্প্রতি এক ওয়েবিনারে ব্যাংকটির পণ্য কৌশলবিদ মাইকেল উইদমার বলেন, পরের বছর স্বর্ণের দামে উলম্ফন দেখা যাবে। দ্বিতীয় প্রান্তিক শেষ হওয়ার আগে তা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

তিনি বলেন, আগামী মেয়াদে স্বর্ণের বাজার অস্থির হতে চলেছে। যতদিন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কঠোর অবস্থান থেকে নমনীয় না হবে, ততদিন বর্তমান দর বৃদ্ধি অব্যাহত থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!