খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় সিবিপির লাল পতাকা শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় সিপিবি খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ ও লাল পতাকার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু ও জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এড. রুহুল আমিন, কমরেড সুতপা বেদজ্ঞ, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, সাবেক সাধারণ সম্পাদক কমরেড এড. মোঃ বাবুল হাওলাদার, খুলনা সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, বটিয়াঘাটা উপজেলা সভাপতি কমরেড অশোক সরকার, দাকোপ উপজেলা সভাপতি কমরেড কিশোর রায়, ডুমুরিয়া উপজেলা সভাপতি কমরেড এড. চিত্তরঞ্জন গোলদার, ফুলতলা উপজেলা সভাপতি কমরেড গাজী আফজাল, রূপসা উপজেলা সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হালিম, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড শেখ সুলতান আহমেদ, কমরেড রসু আক্তার, কমরেড সমীরণ গোলদার, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড এড. সন্দীপ রায়, কমরেড এড. হিমাংশু বাইন, কমরেড এড. সুব্রত কু-ু, কমরেড এড. প্রীতিষ ম-ল, কমরেড এড. প্রণব গোলদার, কমরেড এড. গৌরাঙ্গ সরকার, কমরেড এড. খান আজরফ হোসেন মামুন, কমরেড এড. নাজমা বেগম, কমরেড এড. কানিজ হুমায়রা পলি, কমরেড পঙ্কজ রঞ্জন পাল, কমরেড আনন্দ মোহন রায়, কমরেড শরীফুল ইসলাম সেলিম, কমরেড সরোজ দাস পিণ্টু, কমরেড পারভীন আক্তার শিলা, কমরেড মীর ওবায়দুর রহমান, কমরেড পলাশ দাস, কমরেড দেলোয়ার হোসেন, কমরেড শাহীনা আক্তার, কমরেড লুৎফুল হক মিঠু, কমরেড পূর্ণেন্দু বিশ্বাস, কমরেড সমীরণ রায়, কমরেড গোলাম রব্বানি, কমরেড দীপক ভদ্র, কমরেড দুলাল সরকার, কমরেড অশোক ঘোষ, কমরেড কামরুল ইসলাম খোকন, কমরেড দেব সাহা, কমরেড মিনু পাল, কমরেড দিপু গাইন, কমরেড রেখারানী কু-ু, কমরেড গৌরী হালদার, কমরেড জুবাইদা খানম, কৃষক সমিতি খুলনা জেলা সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান কমরেড নিতাই গাইন, টিইউসি জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, টিইউসি নেতা সাইদুর রহমান বাবু, ওয়াহেদুর রেজা বিপলু, যুবনেতা ধীমান বিশ্বাস, মৌফারশের আলম লেনিন, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, তুষার বর্মণ, উজ্জ্বল বিশ্বাস, মিঠুন ম-ল, হরষিৎ ম-ল, উত্তম রায়, প্লাবন পাল বাধন, নাভিদ আহম্মেদ সাম্য, চিরঞ্জিৎ ম-ল, আকবর হোসেন, ভবেশ রায়, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, কৃষ্ণেন্দু বাছাড়, হুজাইফা আল আমিন, হাবিবুল্লাহ সবুজ, শান্ত ঘোষ, জাহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, জয় ম-ল, কাজী সবুজ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, লড়াই সংগ্রাম, গৌরব, আত্মত্যাগ ও নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৫তম প্রতিষ্ঠা দিবস  ৬ মার্চ ২০২৩। বক্তারা বৈষম্য-শোষণ-দুর্নীতিমুক্ত সমৃদ্ধ সমাজভিত্তিক দেশ গড়তে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যোগদানের আহ্বান জানান। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য লাল পতাকার র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

অপরদিকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিবি সকল থানা ও উপজেলায় পতাকা উত্তোলনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!