খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

প্রতিষ্ঠাতার শাহাদাৎবার্ষিকীতে জেলা বিএনপির কর্মসূচি ঘোষণা

 নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৪২তম শাহাদাৎবার্ষিকী আগামী ৩০ মে যথাযোগ্য মর্যাদায় পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে খুলনা জেলা বিএনপি। স্ব স্ব পৌরসভা ও উপজেলা পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

শনিবার (২৭ মে) বেলা ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সাংগঠনের যৌথ প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে রবিবার (২৮ মে) কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসুচি সফলে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান মিন্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, এসএম শামীম কবির, আশরাফুল আলম নান্নু, ইলিয়াস হোসেন মল্লিক, আনিছুর রহমান, এসএম মুর্শিদুর রহমান লিটন, মোঃ রবিউল হোসেন, রফিকুল ইসলাম বাবু, সরদার আবদুল মালেক, রাহাত আলী লাচ্চু, মোঃ দিদারুল হোসেন, শামসুল বারিক পান্না, মোল্লা সাইফুর রহমান, মোঃ হাবিবুর রহমান, এ্যাড. সেতারা সুলতানা ও আজাদ আমিন প্রমুখ।

কর্মসূচির মধ্যে রয়েছে- এ উপলক্ষে পৌরসভা, উপজেলা এবং কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ, এই মহান নেতার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। – খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!