খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  চাওয়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
  গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকৃতির রঙে রাঙ্গা জীবন

আবদুস সালাম খান পাঠান

ঐ গোধূলি বেলা-দেখেছি, প্রবাসী পাখিরা মহুয়া বনের ধারে,
উড়ছে আকাশে।
-এতো কলরব, এতো কলগুঞ্জন-সন্ধ্যাবেলা।
দেখেছি, নদীচরে বালুকায়-কাঁশবনে ফুটেছে সাদা সাদা
-কতো, গুচ্ছ গুচ্ছ ফুল, তীরে দাড়িয়ে, নয়ন জুড়ায়-এ
-সারাবেলা !’ ফাগুনের দহনে যেনো জমে বাসন্তী মেলা।
অনুভবে দেখি ঐ বাতাসের স্নিগ্ধ-হিল্লোল, মৃদু দোলা।
আকাশে ওই চাঁদেরই জোৎস্নায় দেখি, রুপালী তারার
উজ্জ্বল হাসি, সুন্দর শোভা, মিটি মিটি ঝলমল,
রজনী প্রহরে, উড়ে যেনো কভু সাঁঝেরই ভেলা, নীলাকাশ-
কভু উজ্জ্বল।
সুন্দর শ্যামলিমা সুদৃশ্য বৃক্ষছায়া, ভাওয়াল গড় সবুজাভ –
বাংলাদেশ, নিসর্গভুমি মনোরম সৌন্দর্য্যে গজারি শালবন,
পত্রপল্লব-গুচ্ছভরা, পুষ্পিত সৌরভে, শ্বেতশুভ্র-প্রেমের
-ফুটন্ত, কমল।
মায়াবী আকর্ষণে দেখেছি, কক্সবাজার সমুদ্র সৈকতে
-সবুজ ঝাউবন, সুন্দরবন ঘন-সবুজ অরণ্য-শোভা,
হরিনের মাচায় সাজানো খাবার করমজল, মংলার জল।
ভালোবাসার প্রগাঢ় উত্তাপভরা, কেওড়াফুলের গন্ধমাখা
হরিণীর অসহ কান্না; সন্তাপভরা দু’নয়নের অশ্রুজল।
দেখেছি, চৈত্রে, বসন্ত-মৌসুমে; প্রচন্ড খরায়, খর রৌদ্র
-অগ্নিতাপ, মাটির চৌচিরে শুকনো ফাটল ঐ
সাইডুলি নদীতট ! চিকমিক বালুকার পথ।
প্রাকৃতিক দুর্যোগে কখনো প্রকৃতি বিরূপ, নীরব বেদনা
কান্না হাসির জীবন-সংগ্রাম, ভালোবাসার সমাধি এ পৃথ্বিতল।
প্রকৃতি মাঝে আমার স্বপ্নিল ভাললাগা, আকাঙ্ক্ষায়-
নতুন ভাবনা, নিরুত্তাপ, প্রগাঢ়, শান্তি, আনন্দ-কৌতূহল।
প্রকৃতির রঙে রাঙ্গা জীবন, দিবস রজনী কায়িক
শ্রমের মাঝে, অনেক প্রচেষ্টায় সুযশ অর্জন একান্ত
বাসনার

সুফল। বাংলা মায়ের মমতা, বুকেরই অনল।
জীবন জাগার ঢেউয়ে প্রকৃতি ও জীবন সবই
স্রষ্টার সৃষ্টি রহস্য ঘেরা, আলোকিত চেতনার ফসল
উষ্ণ আবেগ, ভালবাসা, গহীন বনতল।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!