খুলনা, বাংলাদেশ | ১৫ ফাল্গুন, ১৪৩১ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  গণঅভ্যুত্থানে ১,৪০১ জন আহতকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি জানিয়ে গেজেট প্রকাশ
  নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ আজ
  অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৭৪৩

পেট্রোপোল সীমান্ত থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

ভারতের পেট্রোপোল সীমান্ত থেকে আবার ও উদ্ধার হলো প্রায় ৬ কেজি ৯৫০ গ্রাম ওজনের ৫১ স্বর্ণেরবার। আন্তর্জাতিক বাস পরিষেবা রয়েল মৈত্রী কোচ এর ইঞ্জিনের ভেতর লুকিয়ে স্বর্ণের এই চালান নিয়ে যাচ্ছিলেন পাচারকারী ওই মৈত্রী কোচের চালক মোঃ মোস্তফা ও হেলপার মতিউর রহমান আকন্দ। এ সময় সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইসিপি পেট্রাপোল ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফের সদস্যরা চালক এবং হেলপারকে আটক করে।

সোমবার (০৮ মে) সকালে বিএসএফ সদস্যরা গোপন তথ্য পায় বাংলাদেশ-ভারত সরাসরি চলাচলকারী আন্তর্জাতিক বাস পরিষেবা রয়েল মৈত্রী কোচে বিপুল পরিমাণ স্বর্ণের চালান বাংলাদেশ থেকে পাচার করে ভারতে আনা হচ্ছে। বাস নম্বর ৪১২।  যা টিআরটিসি, টিআরওজি-১১৭১ যা ত্রিপুরা-ঢাকা কলকাতায় গমনা-গমন করে।পরে মৈত্রীর ওই বাসটি বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ড পার হয়ে ভারত অংশে প্রবেশ করলে  বিএসএফ জোয়ানরা উক্ত গাড়িটি তল্লাশি করে ইঞ্জিন কভারে লুকায়িত অবস্থায় ৬ কেজি ৯৫০ ওজনের ৫১পিস স্বর্ণ উদ্ধার করে। যার মূল্য ভারতীয় ৪ কোটি রূপিরও বেশি।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার জানান, শুনেছি ভারতের ওপারে একটি বাস তল্লাশি করে স্বর্ন উদ্ধার করেছে বিএসএফ। এর বেশি কিছু জানতে পারিনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!