বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসতে কাস্টমস ও ইমিগ্রেশনের সময় আগেই নির্ধারণ করতে পারবেন যাত্রীরা। ভারতের পেট্রাপোল বন্দরে ল্যান্ড পোর্ট অথরিটি (এলপিএআই) এ জন্য চালু করেছে ‘স্লট বুকিং সিস্টেম’। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার এলপিএআই’র নতুন কাউন্টার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন শেষে এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র বলেন, ‘ভারত থেকে যারা বাংলাদেশে যাবেন তারা এক সপ্তাহ আগেই কাস্টমস ও ইমিগ্রেশনের জন্য সুবিধামতো সময় নির্ধারণ করতে পারবেন। এজন্য পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর দিয়ে এলপিএআইর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে স্লট বুকিং করতে হবে। এলপিএআই অথরিটির চালু করা এই সুবিধা প্রাথমিকভাবে শুধু ভারত থেকে বাংলাদেশগামী যাত্রীরা পাবেন।’
তিনি বলেন, ‘এতে ভারত থেকে বাংলাদেশে যেতে যাত্রীদের আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। প্রাথমিকভাবে প্রতি ঘণ্টায় ১০০টি স্লট বুক করা যাবে। একদিনে ১২ ঘণ্টায় ১২শ স্লটের ব্যবস্থা রাখা হয়েছে।’বৃহস্পতিবার এলপিএআই’র নতুন কাউন্টার উদ্বোধন করা হয়েছে।
পেট্রাপোল বন্দরের এলপিএআই ম্যানেজার কমলেশ সাইনি বলেন, ‘যাত্রী সুবিধার্থে স্লট বুকিং সিস্টেম চালু করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা বিনা পয়সায় স্লট বুক করতে পারবেন।’
সুরত্না দাস নামে বাংলাদেশগামী এক যাত্রী বলেন, ‘এখন বাংলাদেশে যেতে সীমান্তে দীর্ঘ লাইনে সময় নষ্ট হবে না।’