খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  চাওয়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
  গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পুলিশ সপ্তাহ শুরু আজ, ১১৫ কর্মকর্তা পাচ্ছেন বিভিন্ন পদক

গেজেট ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনে আজ মঙ্গলবার শুরু হচ্ছে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পুলিশ সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’।

করোনা মহামারির কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ হয়নি। ২০২২ সালের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকায় সরাসরি দাবি-দাওয়া উপস্থাপন করতে পারেননি পুলিশ সদস্যরা। আজকের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। তবে এবার আনুষ্ঠানিকভাবে কোনো দাবির কথা তুলবেন না পুলিশ কর্মকর্তারা। যে দাবি-দাওয়া তুলে ধরার কথা ছিল, এর মধ্যে অনেক কিছু বাস্তবায়ন হয়ে যাওয়ায় এবং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে দাবি-দাওয়ার পথে হাঁটছেন না তাঁরা।

দেওয়া হবে পদক :পুলিশ সপ্তাহে এবারের বার্ষিক প্যারেডের নেতৃত্ব দেবেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার কাজী মইন উদ্দিন। ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২৫ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা এবং ৫০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা দেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!