জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ পুলিশ ভূমিহীন ও গৃহহীনদের পাশে দাঁড়িয়েছে। এসব মানুষদের মাথাগোঁজার ঠাঁই করে দিতে সারাদেশে ৫২০টি থানায় ১টি করে বাড়ি তৈরি করে দিতে কর্মসূচি হাতে নেয় বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় ফুলতলা থানা পুলিশের সহযোগিতায় খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ডাউকোনা গ্রামের সেকেল মোল্যাকে এক কাঠা জমির উপর তিন কক্ষ বিশিষ্ট একটি বাড়ি তৈরি করে দিয়েছে। একই সঙ্গে ফুলতলা থানায় নারী-শিশু বয়স্ক প্রতিবন্ধীদের জন্য বিশেষ সার্ভিস ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রোববার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফুলতলা থানার একটিসহ সারাদেশে ৫২০ জন সুবিধাভোগী পরিবারের হাতে নবনির্মিত এ সব ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন।
এ ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার জানান, দিনের পর দিন যারা রাস্তায় দিন কেটেছে, রাতে খোলা আকাশের নিচেই হয়েছে ঘুম। রোদ-বৃষ্টি সঙ্গী করে যাদের জীবন কেটেছে বছরের পর বছর সেই সব দরিদ্র অসহায় ছিন্নমূল গৃহহীন ও ভূমিহীন কিছু মানুষ বাংলাদেশ পুলিশের সহায়তায় মালিক হলেন একটি বাড়ির। এ যেন স্বপ্নের মত মনে হচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবারটির জন্য।
এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর আহমেদ, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, আওয়ামী লীগ নেতা মোঃ আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মুছাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের কর্মকর্তাবৃন্দ।
খুলনা গেজেট/ টি আই