পুলিশের এএসআই নাইম শেখকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন খুলনার চিকিৎসকরা। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে খুলনা বিএমএ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান তারা।
সভায় বিচার না পেলে কর্মস্থলে না যাওয়ার কথা জানানো হয়। একইসঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিএমএ খুলনার সভাপতি ডা. বাহারুল আলম। তিনি বলেন, সভায় কর্মবিরতি দিয়ে রোগীদের দূর্ভোগ সৃষ্টি না করার আহবান জানানো হয় সাংবাদিকদের পক্ষ থেকে। বিএমএ খুলনা এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এসজেড