সাতক্ষীরার পাটকেলঘাটায় ইটভাটার মাটি কাঁটার সময় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরাতন স্বর্ণ স্বাদৃশ্য রাধা-রানী মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে কুমিরা বাবুর পুকুর থেকে এই মুর্তিটি উদ্ধার করা হয়।
জানা যায়, ভাটার জন্য সকালে মোল্লা ব্রিকস এর লোকজন কুমিরা এলাকার বাবুর পুকুর থেকে স্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটছিল। এ সময় মূর্তিটির উপরে মাটি কাঁটা হাতল সাজোরে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। এসময় এলাকাবাসীসহ স্থানীয় শ্রমিকরা সেটি উদ্ধার করে। সাথে সাথে সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়লে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার হওয়া মূর্তিটি নিয়ন্ত্রণে নেয়। পরে থানার এস আই বুলবুল আহম্মদ মূর্তিটি পাটকেলঘাটা বাজারের প্রান্ত জুয়েলার্স এ নিয়ে গেলে সেটি পিতলের বলে জানান তারা।
মূর্তিটির ওজন ১ কেজি ৪০০ গ্রাম। কমপক্ষে ৪০০ থেকে সাড়ে ৪শ বছরের পুরাতন রাধা-রানী মূর্তি বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
খুলনা গেজেট/এনএম