বৃষ্টি বাধায় নির্ধারিত দিনে শেষ হয়নি ভারত-পাকিস্তান লড়াই। ফলে খেলা গড়ায় রিজার্ভ ডে-তে। গতকাল রিজার্ভ ডেতেও ছিল বৃষ্টির বাধা। সেই বাধা পেরিয়ে যখন ম্যাচ মাঠে গড়ালো তখন থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে দাপট শুধু ভারতের। রান পাহাড়ের পর বল হাতেও দূর্দান্ত ছিল ভারত। এতে পাকিস্তানকে রেকর্ড ২২৩ রানের বড় ব্যবধানে হারায় রোহিত শর্মা ও বিরাট কোহলিরা।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটার লোকেশ রাহুল-বিরাট কোহলি ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের উপর তান্ডব চালালেন। তৃতীয় উইকেটে তাদের দুজনের ২৩৩ রানের জুটিতে ভারতের সংগ্রহ দাঁড়ায় রেকর্ড ২ উইকেটে ৩৫৬। তৃতীয় উইকেটে গড়া তাদের ওই জুটি ছিল এশিয়া কাপে যে কোনো উইকেট জুটিতে সেরা।
তাদের জুটিতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৫৬। ভারত-পাকিস্তানের ওয়ানডে লড়াইয়ে যৌথভাবে এটাই সর্বোচ্চ সংগ্রহ। ভারতকে বড় সংগ্রহের ভিত এনে দেওয়া কোহলি অপরাজিত থাকেন ৯৪ বলে ১২২ ও রাহুল অপরাজিত ছিলেন ১০৬ বলে ১১১ রান করে।
৩৫৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদবের বোলিং তোপে পড়ে পাকিস্তান। ২৫ রানে কুলদ্বীপ নেন ৫ উইকেট। তার বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তান স্কোর বোর্ডে তুলতে পারে মোটে ১২৮ রান। পাকিস্তান একাদশে থাকা হারিস রউফ ও নাসিম শাহ ইনজুরির কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি। ফলে দুই উইকেট না হারিয়েই অলআউট হয় পাকিস্তান।
খুলনা গেজেট/কেডি