খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ড্রাম ট্রাকের চাপায় নগরীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাইকগাছায় শুভ মৃত্যুর ৪ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় শুভ’র মৃত্যুর ৪ মাস ৯ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়ানের গজালিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব ও পাইকগাছা থানা পুলিশের উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করা হয়।

প্রসঙ্গত, গত ২০২১ সালের ১৯ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে পাইকগাছার গজালিয়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে শুভ উপজেলার চারাবট তলা নামক স্থানে ট্রাক চাপায় গুরুতর আহত হয়। এসময় থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শারীরিক অবস্থা আশঙ্খাজনক হওয়ায় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর দীর্ঘ প্রায় ১১ মাস হাসপাতালে চিকিৎসা শেষে গত ২১ সালের ৭ নভেম্বর তার মৃত্যু হয়।

এদিকে শুভর’র সড়ক দুর্ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে তার পিতা গোলাম রব্বানী বাদী হয়ে ২০২১ সালের ২৪ নভেম্বর ট্রাক চালক আনিচুর রহমান ও তার স্ত্রী শিরিনা আক্তারকে আসামী করে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত ২ ডিসেম্বর শুনানী শেষে মামলটি আমলে নিয়ে এজাহার গ্রহণের জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেয়। গত ১০ ফেব্রুয়ারি বাদী পক্ষের আইনজীবী শুভ’র লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত লাশ উত্তোলন প‚র্বক সুরতহাল প্রতিবেদন প্রদানের আদেশ প্রদান করেন।

এব্যাপারে মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক তাকবির হোসেন জানান, একজন নির্বাহী ম্যজিস্ট্রেট নিয়োগ চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট’র নিকট আবেদন করলে বুধবার (১৬ মার্চ) সকালে মৃতের লাশ উত্তোলন শেষে ময়না তদন্ত সম্পন্ন করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!