খুলনা, বাংলাদেশ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪

Breaking News

  করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচি বৃহস্পতিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর পরই পাইকগাছা উপজেলায়ও এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইউপি চেয়ারম্যান কওছার আলী
জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল ও রুহুল আমিন বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফর হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়রানী রায়, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন ইউএনও খালিদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও খালিদ হোসেন বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ। বৃদ্ধি পেয়েছে নানা দুর্যোগ। যার প্রথম শিকার দেশের উপকূলীয় অঞ্চল।’ তিনি বলেন, ‘সুন্দরবন আছে বলেই সিডর, আইলা, ফনি, বুলবুল ও আম্পানের মত বড় বড় প্রাকৃতিক দুর্যোগ হতে উপকূলীয় অঞ্চলের সম্পদ ও মানুষ রক্ষা পাচ্ছে।’

তিনি বলেন, ‘গাছ আমাদের নানাভাবে উপকার করে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষা সহ নিজেদের বেঁচে থাকার জন্য গাছ লাগানোর
কোন বিকল্প নাই। তিনি গাছ লাগানোর সাথে সাথে তা সংরক্ষণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় অত্র উপজেলায় ২০ হাজার ৩২৫টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!