খুলনার পাইকগাছায় আঁখি(১৭)নামে এক নববধূ নিজ ঘরের আড়ায় রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাতিখালীর পুরাতন গুদাম ঘর এলাকার বাসিন্দা শিহাব গাজীর স্ত্রী ছিলেন। মঙ্গলবার ভোর রাতে নিজ ঘরের আড়ায় রশিতে ঝুলে তিনি এ ঘটনা ঘটায়। এদিকে স্ত্রীর আত্মহত্যার কবরে স্বামী শিহাবও আত্মহননের চেষ্টায় তাৎক্ষনিক স্থানীয়দের উপস্থিতিতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানাযায়, মঙ্গলবার ( ০৫ এপ্রিল) ভোর ৫টার দিকে নিজ বসত ঘরের আড়ায় রশিতে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
এব্যাপারে স্বামী শিহাব গাজী জানায়, সোমবার রাত ১০ টার দিকে বাপের বাড়ী যাওয়াকে কেন্দ্র করে তাদের স্বামী- স্ত্রী দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। মূলত শিহাব যেতে রাজী না হওয়াতে তার স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরো জানান, মোবাইলে পরিচয়ের এক পর্যায়ে তারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে প্রায় ৩মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছ। সর্বশেষ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
( ছবি আছে)