খুলনার পাইকগাছায় দু’ পাখি শিকারীকে আটক করা হয়েছে। আটক দু’শিকারীকে জরিমানা ও উদ্ধারকৃত পাখি অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকালে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কয়েকটি বন্য পাখিসহ উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামের সত্য চরণের ছেলে বিভূতি বিশ্বাস (৪৮) ও একই এলাকার খোকন বিশ্বাসের ছেলে সুশান্ত বিশ্বাস (৩২) কে হাতেনাতে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম উদ্ধারকৃত পাখি অবমুক্ত করে ভ্রাম্যমাণ আদালতে বন্য প্রাণি সংরক্ষণ আইনে আটক দুই শিকারীর প্রত্যেককে ১৫ হাজার টকা করে সর্বোমোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় থানার এসআই নাসির উদ্দীন, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল ও পেশকার মোঃ ইব্রাহীম সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই