খুলনার পাইকগাছায় রোকেয়া বেগম নামের পঞ্চাশোর্ধ এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ জুলাই) সকালে নিজ বাড়ীতে বিষ পান করলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
যদিও মৃতের পরিবারের দাবি আর্থিক সংকটের মাঝে রোগাক্রান্ত হয়ে মানুষিক ভারসাম্য হারিয়ে বিষ পান করেছেন তিনি।
মৃত রোকেয়া বেগম (৫৫) উপজেলার চাঁদখালী ইউপির গজালিয়া এলাকার বাসিন্দা মোসলেম সানার স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে,এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোকেয়া বেগম দীর্ঘদিন যাবত লিভার ও বুকের সমস্যায় ভুগছিলেন। এব্যাপারে তার বিভিন্ন পরীক্ষা ও ডাক্তারের ব্যবস্থাপত্রও রয়েছে। এমন পরিস্থিতে মানষিক ভারসাম্য হারিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন তিনি।
মৃতের স্বামী মোসলেম সানা জানান, একদিকে আর্থিক সংকট অন্যদিকে রোগাক্রান্ত হয়ে মানষিক ভারসাম্যহীন হয়ে তার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি ( তদন্ত) রফিকুল ইসলাম জানান, মৃতের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কারো কোন প্রকার অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই