খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আাদালতের অভিযানে দুটি ইট ভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক উপজেলার বিভিন্ন ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় লাইসেন্স না থাকায় পুরাইকাটীর ফয়সাল ব্রিক্সকে ৫০ হাজার ও রামনাথপুরের যমুনা ব্রিক্সকে ৫০ হাজার টাকাসহ সর্বোমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী পাইকগাছা উপজেলায় কোন বৈধ ইট ভাটা নেই।
খুলনা গেজেট/ টি আই