রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া জাতীয় পার্টির নগর সম্মেলনে কোন জৌলুস নেই। ঢাক ঢোল নেই। নামমাত্র প্যান্ডেল ও তোরণ। নগর কমিটির পদ পেতে আগ্রহীদের ছবির ছড়াছড়ি প্যান্ডেলের আশেপাশে। ছবি নিয়ে বাক- বিতন্ডা ও প্রতিযোগিতা চলছে। সব কিছুই নেতৃত্বের নিয়ন্ত্রণের বাইরে। আজ সম্মেলন।
নগর জুড়ে পোষ্টার সাঁটানো নগর জাপার সম্মেলনের। পোষ্টারে একাধিক নাম। কিন্তু সাংগঠনিক শক্তি ভীত ততখানি না। ডাক বাংলা মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন। প্রধান অতিথি দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। উদ্বোধন করবেন প্রেসিডিয়ামের সদস্য সাহিদুর রহমান টেপা। প্রধান বক্তা প্রেসিডিয়ামের সদস্য সুনীল শুভ রায়। বিশেষ অতিথির তালিকায় আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু।
দলের ত্যাগী কর্মীরা নানা কাজে ব্যস্ত। এবারের সম্মেলনে কাউন্সিল হওয়ার সম্ভবনা অনেকখানি কম। নগর জাপার আহবায়ক মহানন্দ সরকার সভাপতি পদে একক প্রার্থী। সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুনের প্রতিদ্বন্দ্বি নেই। সেজন্য সম্মেলনকে কেন্দ্র করে উত্তাপ কম। সাধারণ সম্পাদক প্রার্থী মামুনের বিরুদ্ধে স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পরও তার অনুসারিরা থেমে নেই। আবদুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে জানান, ভিন্ন আদর্শের মানুষের সাথে বন্ধুত্ব ও ব্যবসায়ী সম্পর্ক থাকতে পারে। তাতে করে জাতীয় পার্টির রাজনীতিতে কোন প্রভাব পড়বে না। নগর কমিটির যুগ্ম আহবায়ক অচিন্ত দাশ বলেছেন, আইন পেশায় ব্যস্ত থাকার কারণে তিনি শীর্ষ নেতৃত্বে যেতে আগ্রহী নন।
উল্লেখ্য, ২০১৮ সালে সর্বশেষ নগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/ এসজেড